Monday, September 8, 2025
বাঙালি কাউন্টডাউন
HomeScrollরোগী মৃত্যু, উত্তেজনা ব্যান্ডেল ইএসআই হাসপাতালে

রোগী মৃত্যু, উত্তেজনা ব্যান্ডেল ইএসআই হাসপাতালে

দেবেশ চক্রবর্তী, হুগলি (মগড়া): রোগী(Patient) মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ব্যান্ডেল ইএসআই হাসপাতালে (Bandel ESI Hospital)। ঘটনাস্থলে পুলিশ। উত্তেজিত মৃতার পরিবার পুলিশকে ঘিরে হাসপাতালে বিক্ষোভ দেখায়।

স্থানীয় সূত্রে খবর, গত ৮ তারিখ পেটে ব্যথা নিয়ে ওই হাসপাতালে ভর্তি হন মগরা (Magra) বোরোপাড়ার বাসিন্দা কিরণ সাউ (kiran saw) (৪৫)। অভিযোগ তারপর থেকে রোগীকে সময় মত দেখেননি চিকিৎসক। স্বাস্থ্য কর্মীরাও পরিচর্যা করেননি বলে অভিযোগ।

আরও পড়ুন: ‘সব চক্রান্তকারীদের শাস্তি হোক’, আরজি কর নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ

এ দিন ভোর ৫ টা নাগাদ রোগীকে রোগীর অবস্থা খারাপ হওয়ায় তাঁকে আইসিসিইউ-তে ঢোকানো হলে কিছুক্ষণ পরে মৃত্যু হয়। সকাল ১০ টা নাগাদ চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে l

পরিজন সহ বোরোপাড়ার বাসিন্দারা এসে বিক্ষোভ দেখা। ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশ দু’পক্ষের সঙ্গে কথা বলছে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে। হাসপাতাল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

দেখুন অন্য খবর:

Read More

Latest News